Join Whatsapp Group(38) Join Now

7th Pay Commission: নতুন বছরেই DA পাবেন সরকারি কর্মচারীরা। কত ট্যাক্স দিতে হবে? কত টাকা ঢুকবে একাউন্টে?

নতুন বছরের শুরুতেই সরকারি কর্মচারীদের (Government employees) মুখে হাসি ফুটতে চলেছে। নতুন বছরের শুরু হবার কিছুদিনের মধ্যেই সরকারি কর্মচারীরা পেতে চলেছেন বকেয়া মহার্ঘ ভাতা (DA)। তবে সম্প্রতি কিছু পরিবর্তন আনা হয়েছে মহার্ঘ ভাতা দেওয়ার ক্ষেত্রে। এবার থেকে মহার্ঘ ভাতা পাওয়ার পথ দিতে হবে ট্যাক্স (TAX)। কত টাকা ট্যাক্স দিতে হবে এবং কত টাকা একাউন্টে ঢুকবে বিশদে জানুন।

কারা পাবেন মহার্ঘ্য ভাতা?

অবশেষে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের (Government employees) বহুদিনের অপেক্ষার অবসান হতে চলেছে। অবশেষে মহার্ঘ ভাতা পেতে চলেছেন সরকারি কর্মচারীরা। মহার্ঘভাতা নিয়ে বড় খবর প্রকাশিত হয়েছে। নতুন বছরেই বাড়ানো হবে মহার্ঘ ভাতার পরিমাণ।

মহার্ঘ্য ভাতা নিয়ে কি কি পরিবর্তন এসেছে?

তবে DA এর হার নির্ণয়ের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা পাবেন, তবে নতুন নিয়মে। এবার থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা বৃদ্ধির পর ট্যাক্স দিতে হবে। ভারতের কেন্দ্রীয় শ্রম মন্ত্রক মহার্ঘ ভাতা বৃদ্ধির হিসেবে নিয়মে সম্প্রতি বদল এনেছে।

২০১৬ সাল কে Base Year ধরে "Ways Rate Index'' নতুন সিরিজ প্রকাশ করা হবে। এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগের সিরিজের base year ধরা হতো ১৯৬৩ থেকে ১৯৬৫ সালকে। তবে বর্তমানে ২০১৬ সালকে বেস ইয়ার ধরে এগোনো হবে। শোনা যাচ্ছে সপ্তম পে কমিশন থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সরকারের (Central Government) তরফ থেকে এখনো কোনো বয়ান বিবৃতি সামনে আসেনি।

DA এর হিসাব কিভাবে হয়?

সপ্তম পে কমিশনের অধীনে মহার্ঘ ভাতা গণনা করার পদ্ধতি এমন:

একজন কেন্দ্রীয় সরকারী কর্মচারীর মূল বেতনের সাথে মহার্ঘ ভাতার বর্তমান হারকে গুণ করা হয়। যদি আপনার মূল বেতন ৫০ হাজার টাকা হয় এবং মহার্ঘ ভাতা ২০% হয়, তাহলে আপনি মহার্ঘ ভাতা পাবেন (৫০০০০ × ২০/১০০) টাকা। এই ফলাফল ১১৫.৭৬ দিয়ে ভাগ করে তারপর ১০০ দিয়ে গুণ করা হয়।

DA শতাংশ কিসের ওপর নির্ভর করে?

গত ১২ মাসের consumer price index এর ওপর নির্ভর করে মহার্ঘভাতা শতাংশ নির্ধারণ করা হয়।

আরও পড়ুনঃ

কবে DA ঘোষণা হবে?

সূত্রের খবর অনুযায়ী আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের মার্চ মাসে মহার্ঘ ভাতা ঘোষণা করা হতে পারে। তবে বর্ধিত মহার্ঘভাতার ওপরে ট্যাক্স দিতে হবে সরকারি কর্মচারীদের।

বর্তমানে কত শতাংশ হারে DA দেওয়া হয়?

গত সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় সরকার ৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল এবং বর্তমানে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা ৩৮% হারে মহার্ঘ ভাতা পান। ২০২২ সালের জুলাই মাস থেকে এই বৃদ্ধির হার অনুযায়ী মহার্ঘ ভাতা পান সরকারি কর্মচারীরা।

ফের আগামী বছরের মার্চ মাসে নতুন হারে মহার্ঘ ভাতা পেতে চলেছেন সরকারি কর্মচারীরা। মনে করা হচ্ছে যে আগামী বছর 4 শতাংশ হারে মহার্ঘভাতা বৃদ্ধি করা হবে। সে ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা ৪২% হারে মহার্ঘ ভাতা পাবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ