Join Whatsapp Group(38) Join Now

WB SSC Scam: অযোগ্য প্রার্থীদের তালিকা পৌঁছে গেল জেলায় জেলায়, বাতিল হবে ১৬৯৪ জনের চাকরি।

একাধিকবার পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগে দুর্নীতির (WB SSC Scam) অভিযোগ এসেছে। স্কুল সার্ভিস কমিশনের (School service commission) বিরুদ্ধে প্রচুর অভিযোগ পড়েছে জেলায় জেলায়। মামলা হাইকোর্ট থেকে সিবিআই (CBI) অব্দি পৌঁছে গেছে। শিক্ষক নিয়োগে দুর্নীতির সঙ্গে যুক্ত থাকায় পশ্চিমবঙ্গের একাধিক নেতা মন্ত্রী এবং অনেক উচ্চপদস্থ কর্মীরা জেলে আটক রয়েছেন।

গত ২২শে ডিসেম্বর, ২০২২ তারিখে কলকাতা হাইকোর্টের বিচারপতি শ্রী বিশ্বজিৎ বসুর নির্দেশে জেলায় জেলায় পৌঁছে গেল বেআইনিভাবে নিযুক্ত হওয়ার ১৬৯৪ জন শিক্ষা কর্মীর তালিকা। এরা বেশিরভাগই বেআইনিভাবে বা OMR কারচুপির মাধ্যমে চাকরি পেয়েছেন। প্রতিটি জেলার ডিস্ট্রিক্ট ইনস্পেক্টর (district inspector) দের কাছে শিক্ষা দপ্তরের মাধ্যমে বেআইনিভাবে নিযুক্ত হওয়া প্রার্থীদের তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে।

আগামী ২৪ শে জানুয়ারি ২০২৩ তারিখে এই মামলা পুনরায়এজলাসে উঠবে বলে জানা যাচ্ছে।। বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ অনুযায়ী এই তারিখের আগেই সংশ্লিষ্ট বিদ্যালয় পরিদর্শক ও স্কুলগুলিতে তালিকা পৌঁছে দেবার কথা বলা হয়েছে।

তালিকায় নাম থাকা 1694 জনকেই মামলায় পার্টি করে প্রত্যেকের বক্তব্য শুনবে আদালত। সকলের বক্তব্য শোনার পরে চূড়ান্ত নির্দেশ দেওয়া হবে বলে জানিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু।

সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (Central bureau of investigation) এর তরফে স্কুল সার্ভিস কমিশন এবং আদালত কে জানানো হয়েছে যে শিক্ষাকর্মী বা গ্রুপ ডি কর্মীরা নম্বর বাড়িয়ে দেওয়া এবং OMR কারচুপির মাধ্যমে চাকরি পেয়েছেন। এদের মধ্যে বেশিরভাগ জনই সাদা খাতা বা সাদা ওএমআর শিট (blank omr scam) জমা দিয়ে চাকরি করছেন।

কলকাতা হাইকোর্টের নির্দেশে এমন ১০০ টি ও এম আর এর তথ্য প্রকাশ্যে আনা হয়েছে। 

আরও পড়ুনঃ

১৬৯৪ জনের এই তালিকা প্রকাশিত হবার পর দেখা গিয়েছে যে সব থেকে বেশি অবৈধ শিক্ষা কর্মী বা গ্রুপ ডি কর্মী যুক্ত হয়েছেন পূর্ব মেদিনীপুর জেলায়। ৩৬০ জন শিক্ষা কর্মী আছে পূর্ব মেদিনীপুর জেলা থেকে। পশ্চিম মেদিনীপুর থেকে আছেন ২৯৮ জন শিক্ষা কর্মী।

বাঁকুড়া, বীরভূম, দুই ২৪ পরগনা, কালিম্পং, জলপাইগুড়ি, দার্জিলিং, মালদা, মেদিনীপুর সহ আরো অন্যান্য জেলাতে এই সমস্ত প্রার্থীরা ২০১৮ সাল থেকেই চাকরি করে আসছেন। তবে নতুন বছরের তাদের চাকরি যেতে চলেছে বলে জানানো হয়েছে হাইকোর্টের থেকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ