Join Whatsapp Group(38) Join Now

কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনো পাননি? জেনে নিন কিভাবে টাকা পেতে পারেন।

গত ২১শে ডিসেম্বর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পের (Krishak bondhu scheme) টাকা দেবার কথা ঘোষণা করা হয়। রবি মরশুমের জন্য এই টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। বহু কৃষকদের একাউন্টে এই টাকা পৌঁছে গেছে এবং বহু কৃষকরা এখনো অবধি টাকা পাননি। যারা এখনো অব্দি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাননি তাদের মধ্যে সংশয় দেখা দিয়েছে যে তারা আদৌ টাকা পাবেন, কি পাবেন না।

কৃষকরা এই "কৃষক বন্ধু প্রকল্প"-র টাকা পাবেন কি পাবেন না, সেটি কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস এবং ট্রানজেকশন স্ট্যাটাস চেক করলে সহজেই বুঝতে পারবেন

কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস এবং ট্রানজেকশন স্ট্যাটাস চেক করতে গেলে আপনাকে প্রথমেই পশ্চিমবঙ্গের কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে (Krishak bondhu official website) যেতে হবে।

  • অফিসিয়াল ওয়েবসাইট: https://krishakbandhu.net/ 
  • হোমপেজের(Home page) নিচে যে সমস্ত কৃষকদের নাম নথিভুক্ত আছে সেই তথ্যের অপশনে ক্লিক করতে হবে।
  • নতুন যে পেজটি ওপেন হবে, সেখানে কৃষকের ভোটার কার্ডের (Voter card) নাম্বার লিখে সার্চ করতে হবে।
  • এরপরেই স্ক্রিনে আবেদন সংক্রান্ত সমস্ত তথ্য চলে আসবে এবং আপনি জানতে পারবেন যে আপনি টাকা পাবেন, কি পাবেন না।
  • স্ক্রিনে যদি আপনার সামনে কোনরকম তথ্য না আসে, এবং No Data Found দেখায় তবে দুটি সম্ভাবনা রয়েছে।
  • আপনি যদি নতুন কৃষক হয়ে থাকেন তবে আপনি টাকা পাবেন না। যদি আপনি পুরনো কৃষক হন এবং ইতিপূর্বে টাকা পেয়ে গিয়ে থাকেন, তবে  নো ডাটা ফাউন্ড অপশনটি দেখতে পেলেও আপনি টাকা পাবেন।

Pending/Rejected status:

যদি স্ক্রিনে Pending বা Rejected লেখা আসে তবে আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না। নতুন কৃষক বা পুরনো কৃষকেদের স্ট্যাটাসের ঘরে যদি Approved থাকে, তবে তারা এই প্রকল্পের টাকা পাবেন।

Transaction status:

যে সমস্ত কৃষকদের ট্রানজেকশন স্ট্যাটাস এর ঘর ফাঁকা রয়েছে তারা এই প্রকল্পের অধীনে কোন রকম টাকা পাবেন না। এটি শুধুমাত্র নতুন কৃষকদের জন্যই দেখাবে।

রাজ্য কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো গিয়েছে যে গত ২৪ শে নভেম্বর এর আগে যাদেরকে কৃষক বন্ধু প্রকল্পের জন্য এপ্রুভাল(Approval) দেওয়া হয়েছিল শুধুমাত্র তারাই এই প্রকল্পের টাকা পাবেন। ২৪ শে নভেম্বর এর পরে যাদের অ্যাপ্রুভাল করা হয়েছে, তারা রবি মরশুমের টাকা পাবেন না। তারা ২০২৩ সালে খারিফ মরশুমের জন্য কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন।

আরও পড়ুনঃ

যেসমস্ত কৃষকদের Transaction status এ "Ada Uploded", "Sno Downloaded", ''Pending/ Rejected" " Dda Approved" রয়েছে তারা আগামী দিনে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন।

Dda approved লেখা থাকলে তারা কোনভাবেই এই প্রকল্পের টাকা পাবেন না। তাদেরকে পুনরায় কৃষি অফিসে গিয়ে নিজেদের ডকুমেন্ট সাবমিট করে নতুন করে নাম তালিকাভুক্ত করতে হবে।

Account invalid, transaction failed, transaction ইত্যাদি লেখাগুলো থাকলে তারাও এই প্রকল্পের টাকা পাবেন না।

এখন অব্দি বহু কৃষকদের একাউন্টে টাকা ঢুকে যাওয়া শুরু হয়ে গিয়েছে। একই দিনে বিপুল সংখ্যক কৃষকদের একাউন্টে টাকা পাঠানো সম্ভব নয় বলে ধাপে ধাপে কৃষকদের একাউন্টে টাকা পাঠানো হচ্ছে। যাদের সমস্ত স্ট্যাটাস ঠিকঠাক আছে এবং টাকা পাননি তারা কিছুদিন অপেক্ষা করলেই তার মধ্যেই টাকা পেয়ে যাবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ