Join Whatsapp Group(38) Join Now

হাইকোর্টের নির্দেশে পুরো প্যানেল ধরে চাকরি বাতিল হলো পশ্চিমবঙ্গে, চাকরি গেলো হাজার হাজার প্রার্থীর।

বহুদিন ধরে পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ সংক্রান্ত অভিযোগ (West Bengal teacher recruitment scam) চলে আসছে। শিক্ষক নিয়োগে অনিয়ম হয়েছে এই অভিযোগে হাইকোর্টে (High court) একাধিকবার মামলা করা হয়েছে। সিবিআই বেশ কয়েকটি ঘটনায় তদন্ত করেছে। তদন্তে জেলে আটক আছেন পশ্চিমবঙ্গের নেতা মন্ত্রী এবং বড় বড় অনেক অফিসাররা। বর্তমানে দমকনে নিয়োগের একটি প্যানেল নিয়েও অভিযোগ সামনে আসে। সেটি সম্প্রতি বাতিল করা হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে।

কোন নিয়োগ বাতিল হলো?

দমকলের অপারেটর বিভাগে ১৫০০ জন নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ২০১৮ সালে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (Psc- public service commission) এর পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। ২০১৮ সালে এই নিয়োগ সংক্রান্ত পরীক্ষা সম্পূর্ণ হয়। পরবর্তীকালে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা হয়। সেই পরীক্ষায় অনিয়ম করা হয়েছে এই অভিযোগ জানিয়ে হাইকোর্টে মামলা করেন ২০৩ জন চাকরি প্রার্থী। মামলাকারীদের আইনজীবী জানান যে, এই প্যানেল তৈরির ক্ষেত্রে বেনিয়ম করা হয়েছে, তাই পুরো প্যানেল ধরে বাতিল করা হোক।

আরও পড়ুনঃ

কি কি নিয়ে অনিয়ম হয়েছে?

জেনারেল ক্যাটাগরি (general category) চাকরি প্রার্থীদের কে সংরক্ষিত ক্যাটাগরিতে (reserved catagory) নিয়োগ করা হয়েছে। এর ফলে সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা বঞ্চিত হয়েছেন।

বহু পরীক্ষার্থী একই নাম্বার পেয়েছিলেন কিন্তু মৌখিক পরীক্ষায় অতিরিক্ত নাম্বার দিয়ে বিশেষ কিছু প্রার্থীকে আলাদা করে সুযোগ করে দেয়া হয়েছে।

পরীক্ষায় বেশ কিছু প্রশ্ন ভুল ছিল। সেগুলি সংশোধন না করেই বা সেগুলি নিয়ে কোনরকম সিদ্ধান্ত না নিয়েই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

হাইকোর্ট কি জানাচ্ছে?

মামলা সংক্রান্ত শুনানিতে হাইকোর্ট জানিয়েছে, আগামী দুই মাসের মধ্যে সমস্ত সমস্যার সমাধান করে নতুন প্যানেল তৈরি করতে হবে এবং দমকলের অপারেটর বিভাগের পূর্বের সমস্ত প্যানেল বাতিল করতে হবে। ইতিমধ্যে যে সমস্ত প্যানেল প্রকাশিত হয়েছে সেগুলিও বাতিল করে দিতে হবে।

যে সকল প্রার্থীরা স্বচ্ছ ভাবে পরীক্ষা এবং মৌখিক দিয়ে উত্তীর্ণ হয়েছিল, এবং চাকরি পাননি তারা অবশ্য আশাবাদী যে নতুন প্যানেল তৈরি হলে তাদের অবশ্যই চাকরি মিলবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ