Join Whatsapp Group(38) Join Now

আধার কার্ডের সাথে লিংক না করলে বাতিল হবে প্যান কার্ড, এই তারিখের মধ্যেই লিংক করতেই হবে।

আধার কার্ড এবং প্যান কার্ডের গুরুত্ব বর্তমানে অপরিসীম। বিজনেস রিলেটেড কোন ফর্ম ফিলাপ হোক বা পেমেন্টের সিস্টেম, প্যান কার্ড (PAN card) ছাড়া কিছুই হয় না এখন। নতুন ব্যাংক একাউন্ট খুলতে গেলেও প্যান কার্ড দরকার পড়ে। টাকা তোলার এবং জমা দেবার লিমিট বাড়াতেও প্যান কার্ড ছাড়া গতি নেই।

সম্প্রতি আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিংক করার নির্দিষ্ট সময়সীমা (Adhar pan link deadline) বেঁধে দিল ভারতীয় আয়কর দপ্তর (Income tax department)। নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক না করানো হয়, তবে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। সে ক্ষেত্রে প্যান কার্ড সংক্রান্ত কোনো কাজ আপনি করতে পারবেন না।

আয়কর দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে, আগামী ২০২৩ সালের ৩১ শে মার্চের মধ্যে যদি আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক না করে থাকেন, সেক্ষেত্রে আপনার প্যান কার্ড বাতিল হতে পারে।

গত শনিবার আয়কর দপ্তরের একটি এডভাইজারিতে (Advisory) জানানো হয়েছে যে, ইনকাম ট্যাক্স অ্যাক্ট, ১৯৬১ অনুযায়ী ছাড়প্রাপ্ত ক্যাটাগরি ছাড়া ২০২৩ সালের ৩১ শে মার্চ পর্যন্ত সময়ের মধ্যে যে সকল ব্যক্তিদের প্যান কার্ড আছে, তাদের প্রত্যেককে আধার কার্ডের সাথে প্যান কার্ড সংযোগ করতে হবে।

যে সমস্ত প্যান কার্ড গুলি নির্ধারিত সময়ের মধ্যে লিঙ্ক করানো হবে না সেগুলি আগামী ২০২৩ সালের পয়লা এপ্রিল থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে।

প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে কী কী সমস্যা হবে?

১. আপনার প্যান কার্ড যদি কোন কারণে নিষ্ক্রিয় হয়ে যায় তবে সে ক্ষেত্রে আপনি আয়কর  রিটার্ন দাখিল করতে পারবেন না। যারা রিটার্ন দাখিল করেছেন তারা পরবর্তী স্টেপে এগোতে পারবেন না। যাদের আয়কর সংক্রান্ত কোনো সমস্যা আছে, তারাও সেগুলি সংশোধন করতে পারবেন না।

2. Banking এর ক্ষেত্রে যেহেতু প্যান কার্ড একটি গুরুত্বপূর্ণ জিনিস, তাই প্যান কার্ড না থাকলে আপনি ব্যাংকিং এবং অন্যান্য আর্থিক কাজকর্ম করতে পারবেন না। Kyc সংক্রান্ত সমস্যার মুখেও পড়তে হবে গ্রাহকদের।

আয়করের দপ্তর থেকে বলা হয়েছে যে কাজটি বাধ্যতামূলক , সেটা অবশ্যই প্রয়োজনীয়। প্যান কার্ড হোল্ডাররা যেন দেরি না করে খুব শীঘ্রই তাদের প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করে নেন।

কিভাবে বাড়িতে বসে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করবেন?

বাড়িতে বসে আয় কর দপ্তরের পোর্টালে লগইন করে আপনি আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করতে পারবেন।

  • 1. প্রথমে আয়কর দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে যান।
  • ওয়েবসাইটঃ https://incometaxindiaefiling.gov.in/
  • 2. আপনার প্যান কার্ডের নাম্বার বসিয়ে রেজিস্টার করতে হবে এই ওয়েবসাইটে।
  • 3. প্যান কার্ড নাম্বার, পাসওয়ার্ড এবং জন্ম তারিখ দিয়ে লগইন করতে হবে।
  • 4. এরপর মেনু বারে প্রোফাইল সেটিং অপশনে গিয়ে লিংক আধার অপশন এ ক্লিক করতে হবে। 
  • 5. আপনার আধার কার্ড এবং প্যান কার্ডের সমস্ত তথ্য পাশাপাশি মিলিয়ে নিয়ে যদি ঠিকঠাক থাকে তাহলে link now অপশনে ক্লিক করতে হবে।
  • 6. লিংক সম্পূর্ণ হলে আপনার স্ক্রিনে একটি লেখা আসবে, তাতে লেখা থাকবে  'Aadhaar has been successfully linked to your PAN'।অর্থাৎ প্যান কার্ডের সাথে আপনার আধার কার্ডের সংযুক্তিকরণের কাজ সম্পন্ন হয়েছে।

তবে জম্মু-কাশ্মীর, আসাম এবং মেঘালয়ের বাসিন্দাদের এই কাজটি না করলেও তাদের প্যান কার্ড বাতিল হবে না

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ