Join Whatsapp Group(38) Join Now

লাভবান হবেন ২৫ লক্ষ অবসরপ্রাপ্ত সেনা কর্মী, ''এক পদ এক পেনশন" নিয়ে বড় ঘোষণা কেন্দ্র সরকারের।

কেন্দ্র সরকারের প্রকল্প ''এক পদ, এক পেনশন" (One Rank, One Pension) নিয়ে বড় ঘোষণা করা হলো সরকারের (Central Government) পক্ষ থেকে। অবসরপ্রাপ্ত সেনা কর্মীদের জন্য এ এক বিরাট খুশির খবর।

গত একটি সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর জানান যে, এক পদ এক পেনশনের সংশোধনী নীতিতে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ক্যাবিনেট (Central cabinet)। এর ফলে লাভবান হবেন প্রায় ২৫.১৩ লক্ষ পেনশনভোগী সেনা কর্মী। এছাড়াও নিহত সেনা কর্মীদের বিধবা স্ত্রী এবং যুদ্ধে ক্ষতিগ্রস্ত সেনাদের জন্যও এই প্রকল্প বাস্তবায়িত হবে। এর ফলে বিপুল পরিমাণ অর্থ পেতে চলেছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মীরা। 

সূত্রের খবর অনুযায়ী ২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত এক পদ এক পেনশন প্রকল্পতে খরচ হয়েছে প্রায় 23600 কোটি টাকা। অবসরপ্রাপ্ত সেনা কর্মীদের পেনশন বাবদ অতিরিক্ত খরচা হতে পারে ৮৪৫০ কোটি টাকা। এই খরচের মধ্যে অবসরপ্রাপ্ত সেনা কর্মীদের ৩১ শতাংশ মহার্ঘ ভাতা ও অন্তর্ভুক্ত রয়েছে।

জানা গিয়েছে যে ৬ মাস অন্তর চারটি কিস্তির মাধ্যমে সমস্ত বকেয়া অর্থ দেওয়া হবে।তবে বিশেষ পারিবারিক পেনশন এবং বীরত্বের পুরস্কার প্রাপক পেনশনভোগীদের জন্য একটি কিস্তিতে সমস্ত টাকা দিয়ে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক পদ এক পেনশন নিয়ে সেনা কর্মীরা বহুদিন ধরে আন্দোলন করে আসছেন। প্রায় ৪০ বছরেরও বেশি সময় ধরে এই অভিযোগ ছিল সেনা কর্মীদের মধ্যে। এই সংক্রান্ত সমস্যা নিয়ে বহুবার আন্দোলনও হয়েছে।

আরও পড়ুনঃ

কেন্দ্র সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে একই পদ এবং একই মেয়াদে কাজ করা প্রতিরক্ষা বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য ২০১৮ সালের ন্যূনতম এবং সর্বোচ্চ পেনশনের গড় করে সেই ভিত্তিতে তাদেরকে পেনশন দেওয়া হবে।

এক পদ এবং এক পেনশন নিয়ে আশাবাদী সরকার। সরকার আশা করছে যে, এই প্রকল্পের মাধ্যমে তরুন প্রজন্ম আরও বেশি করে সশস্ত্র বাহিনীতে যোগদান করতে উৎসাহ পাবে। 

জানা গিয়েছে ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত থাকা সমস্ত অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মীদের এই প্রকল্পের আওতায় আনা হবে। গত  ২০১৫ সালে এক পদ এক পেনশন প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। ২০১৪ সালের ১লা জুলাই হিসাব করে, তা থেকে এই প্রকল্প কার্যকর করা হয়েছিল।

এর ফলে একই সময়ে একই পদে থাকা বিভিন্ন সেনা কর্মীরা সমপরিমাণ পেনশন পাবেন। অর্থাৎ কোন সশস্ত্র সেনা কর্মী যদি ১৯৯০ সালে অবসর নিয়ে থাকেন, এবং কোন সশস্ত্র কর্মী যদি ২০১৪ সালে অবসর গ্রহণ করে থাকেন, তবে তারা দুজনেই সমপরিমাণ পেনশন পাবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ