Join Whatsapp Group(38) Join Now

Netaji Subhas Open University Admission: শুরু হলো স্নাতকোত্তরে ভর্তির আবেদন প্রক্রিয়া।

স্নাতকোত্তরে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে (NSOU)। অনলাইনেই ছাত্র-ছাত্রীরা স্নাতকোত্তর কোর্সের জন্য আবেদন করতে পারবেন। ২০২২-২৩ শিক্ষাবর্ষের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের জানুয়ারি মাস থেকেই স্নাতকোত্তার কোর্সের (Post graduate course NSOU) ক্লাস শুরু হয়ে যাবে। যে সমস্ত ছাত্র ছাত্রীরা নেতাজী সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হতে চান, তারা সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইটে ভিজিট করলে পেয়ে যাবেন।

কোন কোন বিভাগে ভর্তি হতে পারবেন NSOU তে?

স্নাতকোত্তরে ভর্তির যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেই অনুযায়ী আগ্রহী ছাত্রছাত্রীরা নিম্নলিখিত কোর্সগুলিতে ভর্তির আবেদন করতে পারবেন।

বিজ্ঞান, সমাজবিজ্ঞান, এডুকেশন, হিউম্যানিটিজ, , পেশাদারি বিদ্যা - এই কোর্স গুলিতে ভর্তির জন্য আবেদন করা যাবে।

কোর্সের নাম: M.SC 

বিষয়: অঙ্ক,প্রাণিবিদ্যা,ভূগোল। 

কোর্সের নাম: MA

বিষয়: বাংলা, ইংরেজি, সাংবাদিকতা ও গণজ্ঞাপন, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ইংরেজি ভাষা পড়ানো, সাংবাদিকতা ও গণজ্ঞাপন, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, জনপ্রশাসন এবং শিক্ষা।

এছাড়া M.COM, M.SW, মাস্টার ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স ইত্যাদি কোর্সে ভর্তি হতে পারবেন।

আসন সংখ্যা: 

নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি তে আসন সংখ্যা সীমিত। তাই যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন, তাদেরকে পরে মেধার ভিত্তিতে এই সমস্ত কোর্সে ভর্তির সুযোগ দেওয়া হবে।

কোর্স ফি:

স্নাতকোত্তর কোর্সে ভর্তির জন্য প্রথম বছরের টাকা অগ্রিম জমা করতে হবে। জার্নালিজম ও গণজ্ঞাপন বাদে অন্যান্য বিষয়গুলিতে MA, M.COM কোর্সের জন্য ৪,৭২৫ টাকা, MSW এবং MATH M.Sc কোর্সের জন্য ৫,৬৭৫ টাকা লাগবে।

লাইব্রেরি ও ইনফরমেশন সায়েন্সে ভর্তির জন্য ১০,৪৭৫ টাকা লাগবে।

সাংবাদিকতা ও গণজ্ঞাপনে স্নাতকোত্তরে ভর্তির জন্য ১৩,৪৭৫ টাকা জমা দিতে হবে।

আরও পড়ুনঃ

আবেদনের সময়:

05/01/2023 তারিখে রাত ৯ টা পর্যন্ত আবেদন করা যাবে।

ডকুমেন্ট আপলোড করার শেষ দিন:

ছাত্র ছাত্রীরা ৭ই জানুয়ারি, ২০২৩, রাত ৯টা অবধি নিজেদের ডকুমেন্ট সাবমিট করতে পারবেন।

টাকা দেওয়ার শেষ দিন-১০ জানুয়ারি, ২০২৩, রাত ৯টা। অনলাইনের মাধ্যমে টাকা জমা করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট: 

http://www.wbnsou.ac.in -এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই ছাত্র ছাত্রীরা কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ