Join Whatsapp Group(38) Join Now

১৪৫৮টি শূণ্যপদে হেড কনস্টেবল ও স্টেনোগ্রাফার পদে চাকরি, বেতন ২৯ হাজার+

CRPF Head Constable Recruitment 2023

ভারত সরকারের অধীনস্থ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের তরফে CRPF Recruitment 2023 Notification ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। সবমিলিয়ে মোট 1458 টি শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং হেড কনস্টেবল পদে নিয়োগ করা হবে। 

CRPF Head Constable Recruitment 2023 -এ আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অফলাইনে কোনোভাবেই আবেদন করা যাবে না। সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। 04/01/2023 তারিখ থেকে অনলাইনে আবেদন শুরু হবে। নীচে আবেদন করার অফিশিয়াল লিঙ্ক দেওয়া হয়েছে। 

CRPF ASI Steno Recruitment 2023 -এ ভারতবর্ষের নাগরিক হলেই আবেদন করা যাবে। সুতরাং, পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। নূন্যতম উচ্চমাধ্যমিক পাশেই আবেদন করা যাবে। সংরক্ষিত শ্রেণির আবেদনকারীদের জন্য কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না এবং বয়সের ক্ষেত্রেও ছাড় থাকছে। 

CRPF Stenographer Recruitment 2023 -এ আবেদনের আবশ্যিক যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।

পদের নাম-

  • Assistant Sub Inspector (Steno)
  • Head Constable (Ministerial)

মোট শূন্যপদ-

  • ASI: 143 টি শূন্যপদে নিয়োগ করা হবে।
  • HC: 1315 টি শূন্যপদে নিয়োগ করা হবে।

মাসিক বেতন-

  • ASI: 29,200-92,300/- টাকা
  • HC: 25,500-81,100/- টাকা

আবেদন শুরু- 04/01/2023

আবেদন শেষ- 25/01/2023

বয়সসীমা-

  • এই পদগুলিতে আবেদনের জন্য 18 বছর থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে। 
  • সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকছে। 
  • বয়স হিসাব করতে হবে 25/01/2023 তারিখের ভিত্তিতে।

আবশ্যিক যোগ্যতা-

  • উক্ত পদগুলোতে আবেদনের জন্য উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। 
  • অবশ্যই বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে। 
  • নির্দিষ্ট শারীরিক মাপযোগের বিষয় থাকছে।
  • আরও বিস্তারিত জানতে নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিশ দেখুন। 

আরও চাকরির খবরঃ

নিয়োগ পদ্ধতি-

  • কম্পিউটার বেসড টেস্ট (CBT)
  • স্কিল টেস্ট
  • শারীরিক মাপযোগ 

আবেদন মূল্য-

  • এই পদগুলিতে আবেদনের জন্য 100/- টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। 
  • এসসি, এসটিদের জন্য কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না। 

আবেদন পদ্ধতি-

  • আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। 
  • নীচের লিঙ্কে ক্লিক করে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। 
  • প্রথমে নিজের নাম রেজিস্ট্রার করতে হবে। 
  • এরপর নির্ভুলভাবে ফর্ম পূরণ করতে হবে। 
  • নিম্নে উল্লেখিত ডকুমেন্টসগুলি যোগ করতে হবে। 
  • সবশেষে আবেদন মূল্য জমা করে ফাইনাল সাবমিট করতে হবে। 
  • আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন। 
  • অনলাইনে আবেদন করার শেষ তারিখ 25/01/2023

Important Dates

  • Start Date of Application: 04/01/2023
  • Last Date of Application: 25/01/2023
  • Admit Card Release Date: 15/02/2023
  • Exam Date: 22/02/2023 to 28/02/2023

Important Links

Join Telegram: Click Here

Official Notification: Download Now

Apply Online: Click Here (Update Soon)

Official Website: Click Here

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ