Join Whatsapp Group(38) Join Now

Bank Holidays 2023: প্রকাশিত হলো 2023 সালের ব্যাংকের ছুটির লিস্ট।

আর মাত্র কদিন পরেই আসতে চলেছে নতুন বছর ২০২৩। আর নতুন বছর মানেই নতুন ক্যালেন্ডার (New calendar 2023) আর ক্যালেন্ডারে চোখ বুলিয়ে নেওয়া। কবে ছুটি রয়েছে, কত দিন ছুটি রয়েছে - সেগুলি মোটামুটি সবাই চোখ বুলিয়ে নেন। তবে সব ছুটির মধ্যে ব্যাংকের ছুটির তালিকাটা (Bank Holiday list 2023) সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ ব্যাংকের সাথে আমাদের সব থেকে বেশি প্রয়োজনীয় কাজগুলি জড়িয়ে থাকে।

প্রতিবছর ব্যাংক অথরিটি থেকে ভারতের সমস্ত ব্যাংকের কর্মীদের ছুটির তালিকা প্রকাশ করা হয়। আগামী বছর অর্থাৎ ২০২৩ এর ব্যাংক হলিডে লিস্ট ও প্রকাশ করা হয়েছে। এক নজরে দেখে নিন আগামী ২০২৩ সালে ব্যাংকের ছুটি থাকবে কোন কোন দিন।

  • জানুয়ারি ১২:স্বামী বিবেকানন্দের জন্মদিন
  • জানুয়ারি ২৩: নেতাজির জন্মদিন
  • জানুয়ারি ২৬: সরস্বতী পুজো এবং প্রজাতন্ত্র দিবস
  • ফেব্রুয়ারি মাসে ব্যাংকের জন্য আলাদা করে কোন ছুটির দিন ঘোষণা করা হয়নি।
  • মার্চ ৮: দোলযাত্রা
  • এপ্রিল ৭: গুড ফ্রাইডে
  • এপ্রিল ২১: ঈদ-উল-ফিতর 
  • মে ১: মে দিবস বা শ্রম দিবস
  • মে ৫: বুদ্ধ পূর্ণিমা
  • মে ৯: রবীন্দ্র জয়ন্তী
  • জুন মাসে কেবলমাত্র ঈদ উল জোহা উপলক্ষে ব্যাংক ছুটি থাকবে।
  • জুলাই ২৯: মহরম
  • আগস্ট ৫: স্বাধীনতা দিবস।
  • সেপ্টেম্বর মাসে ব্যাংক কর্মীদের জন্য আলাদা করে কোন ছুটির দিন নির্ধারণ করা হয়নি।
  • অক্টোবর ২: গান্ধী জয়ন্তী
  • অক্টোবর ১৪: মহালয়া
  • ২১ অক্টোবর সপ্তমী থেকে ২৪ অক্টোবর দশমী পর্যন্ত দুর্গাপূজা উপলক্ষে ব্যাংক ছুটি থাকবে।
  • অক্টোবর ২৮: লক্ষ্মীপুজো।
  • নভেম্বর ১২: কালীপুজো
  • ডিসেম্বর ২৫: বড়দিন

আরও পড়ুনঃ

ব্যাংকের ক্ষেত্রে মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবারে ছুটি দেওয়া হয়। এই বছর বেশ কিছু ছুটি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবারে পড়ার কারণে ব্যাংক কর্মীরা বেশ কয়েকটি ছুটি থেকে বঞ্চিত হবেন।

যেমন এইবছরে সরস্বতী পুজো এবং প্রজাতন্ত্র দিবস একই দিনে পড়ায় একটি ছুটি মিস করবেন কর্মীরা।

অক্টোবরের দ্বিতীয় শনিবার মহালয়া, দ্বিতীয় শনিবার হবার কারণে ব্যাংক কর্মীরা এমনিতেই ওই দিন ছুটি পেতেন। তবে ওইদিন মহালয়া থাকায় হিসাবমত দুদিনের ছুটি একদিনেই সারতে হবে ব্যাংক কর্মীদের।

আগামী বছর প্রত্যেক শনি ও রবিবার ব্যাংক বন্ধ রাখার কথা নিয়ে আলোচনা করা হচ্ছে। এই নিয়ম যদি কার্যকর হয় তবে আগামী বছরের পহেলা এপ্রিল থেকে প্রতি শনিবার ও রবিবার ব্যাংক বন্ধ থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ