Join Whatsapp Group(38) Join Now

মাসিক বেতন 57,700 টাকা! সিধো কানো বিরসা বিশ্ববিদ্যালয়ে চাকরির নোটিশ, আবেদন চলছে

SKBU Assistant Professor Recruitment 2023

পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় অবস্থিত সিধো কানো বিরসা বিশ্ববিদ্যালয়ের তরফে Sidho Kanho Birsha University Recruitment 2023 Notification ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। সবমিলিয়ে 24 টি শূন্যপদে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ করা হবে। 

SKBU Assistant Professor Recruitment 2023 -তে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। কোনোপ্রকার লিখিত পরীক্ষা হবে না। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। পোস্ট অফিসের মাধ্যমে আবেদনপত্র পাঠানো যাবে। 

SKBU Associate Professor Recruitment 2023 -এ অংক, ভূগোল, রসায়ন, রাষ্ট্র বিজ্ঞান, সাঁওতালি, সংস্কৃত, ইংরেজি, সোশিয়লজি, সাইকোলজি, ইকোনোমিক্স, জুলজি ইত্যাদি বিষয়ের জন্য নিয়োগ করা হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ছাড় থাকছে। নীচে আবেদন ফর্ম ডাউনলোড করার অফিশিয়াল লিঙ্ক দেওয়া হয়েছে। 

Sidho Kanho Birsha University Recruitment Assistant Professor 2023 -এ আবেদনের আবশ্যিক যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।

পদের নাম-

  • Professor 
  • Associate Professor 
  • Assistant Professor 

মোট শূন্যপদ-

  • Professor- 07 টি
  • Associate Professor- 11 টি
  • Assistant Professor- 06 টি

মাসিক বেতন-

  • Professor- 1,44,200/- টাকা
  • Associate Professor- 1,31,400/- টাকা
  • Assistant Professor- 57,700/- টাকা

আবেদন শুরু- 21/12/2022

আবেদন শেষ- 20/01/2023

বয়সসীমা-

  • এই পদগুলিতে আবেদনের জন্য 40 বছরের কম বয়স হতে হবে। 
  • সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকছে। 
  • বয়স হিসাব করতে হবে 01/01/2022 তারিখের ভিত্তিতে।

আবশ্যিক যোগ্যতা-

  • Professor- সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর হতে হবে এবং পিএইচডি করা থাকতে হবে। 
  • Associate Professor- সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর হতে হবে এবং পিএইচডি করা থাকতে হবে। 
  • Assistant Professor- সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর হতে হবে এবং নেট/সেট পরীক্ষায় পাশ করা থাকতে হবে। 
  • সমস্ত ক্ষেত্রেই 8-10 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 
  • পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার বিষয়টি বিস্তারিত জানতে নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিশ দেখুন। 

আরও চাকরির খবরঃ

আবেদন মূল্য-

  • Professor- জেনারেলদের জন্য 5000/- টাকা এবং অন্যদের জন্য 2000/- টাকা। 
  • Associate Professor- জেনারেলদের জন্য 3000/- টাকা এবং অন্যান্যদের জন্য 1500/- টাকা।
  • Assistant Professor- জেনারেলদের জন্য 2000/- টাকা এবং অন্যদের জন্য 1000/- টাকা।
  • আরও বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিশ দেখুন। 

আবেদন পদ্ধতি-

  • আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। 
  • নীচের লিঙ্ক থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। 
  • নির্ভুলভাবে আবেদন ফর্মটি পূরণ করতে হবে। 
  • নোটিশে উল্লেখিত ডকুমেন্টসগুলি যোগ করতে হবে।
  • নির্ধারিত আবেদন মূল্য জমা দিতে হবে।  
  • সঠিক ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে হবে। 
  • আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ Office of the Registrar, Sidho-Kanho-Birsha University, Ranchi Road, Purulia-723104, West Bengal 
  • আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন। 
  • আবেদন করার শেষ তারিখ 20/01/2023

Important Links

Join Telegram: Click Here

Official Notification: Download Now

Application Form: Download Now

Official Website: Click Here

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ